top of page
Gallery.jpg

স্বাগতম সাগরকন্যা কুয়াকাটায়...

267706207_281164004061931_6980155144949862196_n_edited.jpg

কুয়াকাটা মনোরম সমুদ্র সৈকতের জন্য পরিচিত একটি শহর। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি হিসেবে বিশ্বে এর ব্যাপক সুনাম রয়েছে বলে বছরে এখানে লাখ লাখ দেশী বিদেশি পর্যটকের সমাগম হয়। এটি দেশের দক্ষিণ-পশ্চিমের  দ্বিতীয় সমুদ্র সৈকত ও মৎস বন্দর। কুয়াকাটা সমুদ্র সৈকত ৩০ কিলোমিটার দীর্ঘ এবং ৩ কিলোমিটার চওড়া একটি বালুকাময় বিতৃত সবুজের সমারহে বেষ্টিত এলাকা। এর পূর্বে রয়েছে সমুদ্রে জেগে ওঠা বিভিন্ন দ্বীপ, ম্যানগ্রোভ ও সংরক্ষিত বনাঞ্চল এবং ১৬ কিলোমিটার পশ্চিমে রয়েছে সুন্দরবনের শুরু, সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ। এছাড়াও রয়েছে কুয়াকাটার প্রাচীন নিদর্শন সহ রাখাইন সম্প্রদায়ের নানান কৃষ্টিকালচার। এখানে স্থলপথে ভ্রমনের জন্যও রয়েছে বিভিন্ন দর্শনীয় স্পট।
উইকিপিডিয়া সুত্র আবহাওয়া: 27°C, বায়ু SE বেগে 13 কিমি/ঘন্টা, 88% আর্দ্রতা, জেলা: পটুয়াখালী, স্থানীয় সময়: বৃহস্পতিবার 8:14 PM বিভাগ: বরিশাল,  উপজেলা: কলাপাড়া, মহিপুর থানা, কুয়াকাটা পৌরসভা।

দেশের সর্বদক্ষিনের কুয়াকাটা পর্যটন কেন্দ্রের ভ্রমণ তথ্য, হোটেল - মোটেল, রিসোর্ট সহ ভ্রমনের সকল বুকিং ও ভ্রমন গাইড সেবায় আমরা সর্বদা আপনাদের বিশ্বস্থতায় রয়েছি।
267706207_281164004061931_6980155144949862196_n.jpg
kuakataupokultourism
268794071_4829278833859687_4648415543410169036_n_edited.jpg
bottom of page